হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুর হাউসে শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রাম চন্দ্র প্রসাদ সিং। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার চেয়ারম্যান সোমা কর্মকার সহ দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা। ইস্পাত মন্ত্রী রাম চন্দ্র প্রসাদ সিং বলেন, 'সরকারি স্কুলে কজন পড়ে, বেসরকারি স্কুলে বেশিরভাগ ছেলে মেয়ে পড়াশোনা করে। ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে বেশকিছু সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে'। কেন্দ্রীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ সম্প্রতি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার বেসরকারিকরণ করার চেষ্টা চালাচ্ছে। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রাম চন্দ্র প্রসাদ সিং বলেন, “বেসরকারিকরণ হলেই যে বিক্রি করে দেওয়া তা নয়। আগে দুটি মাত্র বিমান চলত পাটনা যাওয়ার> বর্তমানে বেসরকারিকরণ হওয়ার জেরে ৫৮টি বিমান চলছে। উন্নত হচ্ছে উড়ান পরিষেবা।“