সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: শিলিগুড়িতে অনুন্নয়নের দায় বামেদের ঘাড়েই চাপালেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক বোর্ডের সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর চন্দ্রিমা জানিয়েছেন, এর আগে যারা বোর্ড চালিয়েছেন তাঁরা শিলিগুড়িকে যে জায়গায় নিয়ে যেতে পারতেন তা করেননি। শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র। এখানে গরিব মানুষের যে সুবিধে পাওয়ার কথা ছিল তাঁরা তা পাননি বলেও জানান চন্দ্রিমা। পাশাপাশি বর্তমান মনোনীত পুরবোর্ডকে দরাজ সার্টিফিকেট দিয়ে দেন তিনি। জানিয়ে দেন উন্নয়নের সঠিক রোডম্যাপ তৈরি করেই এগোচ্ছে বর্তমান বোর্ড। ভ্যাকসিনেশন নিয়েও চন্দ্রিমা জানান পুরবোর্ড যথেষ্ট দক্ষতার সঙ্গেই টিকাকরণের দায়িত্ব সামলাচ্ছে, তবে এই প্রক্রিয়াকে আরও বেশী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরবোর্ডের কাছে প্রস্তাব রাখেন।