সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: ১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকোটায় ভারত-বাংলাদেশ সীমান্তে ডাহুক নদীর উপর লোহার কম্পোজিট সেতু নির্মাণের শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। বাংলাদেশের নবগ্রাম এবং চেকর মারির মাঝে ডাহুক নদীর উপর এই লোহার সেতু নির্মিত হবে।দীর্ঘদিন থেকেই স্থানীয় বাসিন্দারা এই নদীর উপর সেতু না থাকায় সমস্যার মধ্যেই যাতায়াত করতো। এরপর গ্রামবাসীরা বিধায়ককে জানালে বিধায়ক দ্রুত নিজেই উদ্যোগ গ্রহণ করে এই সেতুর শিলান্যাস করেন।