পৌরসভায় উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প মেশিন পড়ে আছে বিনা ব্যবহারে!

author-image
New Update
পৌরসভায় উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প মেশিন পড়ে আছে বিনা ব্যবহারে!

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ  পৌরসভায় উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প মেশিন পড়ে থাকা নিয়ে জলঘোলা আলিপুরদুয়ারে।বেশ কয়েকদিন ধরে পৌরসভা চত্বরে  পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচটি পাম্প মেশিন পড়ে থাকতে দেখেন সাধারণ মানুষ। এরপর খোঁজ নিলে জানা যায় পাম্প মেশিনগুলোর বাজার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। এই পাম্প মেশিনগুলো কোথা থেকে এল পৌরসভার চত্বরে,  পৌরসভার কাছেই সদুত্তর নেই। বর্ষার মরশুমে প্রবল বৃষ্টির জমা জল সরাতেই এই পাম্প মেশিনগুলো বিশেষ ভাবে কাজ করে। অসমর্থিত সূত্রের পাওয়া খবর অনুযায়ী, পূর্বের পৌরসভার চেয়ারম্যান মিহির দত্ত এই পাম্প মেশিনগুলোর জন্য নোটিফিকেশন করেছিলেন কিন্তু ওয়ার্ক অর্ডার হয়নি।ওয়ার্ক অর্ডার ছাড়াই কিভাবে পৌরসভায় পৌঁছল এই পাম্প মেশিন, স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পৌরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, "আমার জানা নেই পৌরসভায় কোথা থেকে এই পাম্প মেশিনগুলো পড়ে আছে। এই সম্পর্কে কিছুই  বলতে পারব না। অন্যদিকে পৌরসভার প্রশাসক মন্ডলির সদস্য প্রদ্যুৎ আচার্য্য বলেন, "এই সম্পর্কে কিছুই মন্তব্য করবো না।"