টাকা নিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম দেওয়ার অভিযোগ

author-image
New Update
টাকা নিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম দেওয়ার অভিযোগ

হরি ঘোষ, দুর্গাপুর: টাকা নিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম দেওয়ার অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জাম দোহা উচ্চ বিদ্যালয়ে।

ক্যামেরায় ধরা পড়ল দুয়ারে সরকার ক্যাম্পের ভেতরের ছবি।

টাকার বিনিময়ে দেওয়া হয়েছে লক্ষীর ভান্ডার এর ফর্ম।

কাঁকড়া ব্লকে চলতি মাসের ১৭ তারিখ থেকে ১৫ই সেপ্টেম্বর মাসের মধ্যে ১২দিন   চলবে দুয়ারে সরকার কর্মসূচি । রাজ্যের বেশ কিছু জায়গায় দুয়ারে সরকার কর্মসূচিতে সমস্যা দেখা দিলেও কাঁকসা ব্লকের প্রশাসনের পক্ষথেকে থেকে বিশেষ নজরদারির জন্য সকল মানুষ সুষ্ঠ ভাবে পরিষেবা পাচ্ছে। স্থানীয়দের অভিযোগ. বহিরাগতরা সরকারি ক্যাম্পের ভেতর জেরক্স দোকানে টাকার বিনিময়ে লক্ষীর ভান্ডার-এর ফর্ম দিচ্ছেন। দুয়ারে সরকার কর্মসূচির ভেতর কিভাবে জেরক্স এর দোকান খোলা হয়, কিভাবেই বা লক্ষীর ভান্ডার এর ফর্মের জন্য টাকা নেওয়া হয় উঠছে প্রশ্ন

তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানান, এই ধরনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। বর্তমানে সেখানে আর কোন পয়সা নেওয়া হচ্ছে না। কেবলমাত্র আশা কর্মীরা ফর্ম পূরণের জন্য সাধারণ মানুষকে সহযোগিতা করছেন।