সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: চা-বাগান সম্প্রসারণে অনুমতি লাগবে না টি বোর্ডের। চা আইনের কয়েকটি ধারা এইমুহূর্তে স্থগিত রাখার গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক।বাণিজ্য ও শিল্পমন্ত্রক গেজেট বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৫৩ সালের চা আইনের ১২ থেকে ১৬ নম্বর এবং ৩৯ ও ৪০ নম্বর ধারাগুলি পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। এর ফলে চা বাগান সম্প্রসারণের জন্য টি বোর্ডের কাছ থেকে আর আগাম অনুমতির প্রয়োজন হবে না। কেন্দ্রের এই পদক্ষেপকে ঘিরে ধন্দে রয়েছে উত্তরের চা শিল্প মহল। একাংশ মনে করছে, কেন্দ্রের এই সিদ্ধান্তে চা চাষের পরিধি বল্গাহীনভাবে বাড়তে থাকবে। চাহিদার তুলনায় জোগান বেশি হবে। দাম না পাওয়ার সমস্যা আরও তীব্র আকার ধারণ করবে। অনেকে আবার বলছেন, যে ধারাগুলি স্থগিত রাখা হয়েছে সেগুলির প্রাসঙ্গিকতা এমনিতেই প্রায় ক্ষীণ হয়ে গিয়েছিল। ফলে প্রভাব পড়ার সম্ভাবনা কম। পাশাপাশি যে জমিতে চা বাগান গড়ে উঠেছে সেই সমস্ত জমির বিষয় রাজ্যের আওতাধীন। ফলে কেন্দ্রীয় আইনের প্রভাব সেখানে কতটা পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ধারাগুলি স্থগিত রাখার পর পরবর্তীতে কেন্দ্রীয় সরকার ঠিক কী করতে চায়, এখন সেদিকেই পাখির চোখ সংশ্লিষ্ট মহলের।