আপনি তৈলাক্ত ত্বকে ব্যবহার করতে পারেন এই ক্লিনজারগুলি

author-image
Harmeet
New Update
আপনি তৈলাক্ত ত্বকে ব্যবহার করতে পারেন এই ক্লিনজারগুলি

নিজস্ব সংবাদদাতাঃ আপনার তৈলাক্ত ত্বক-এর সঠিক ক্লিনজার কী হবে? আপনার হাতের কাছেই রয়েছে কয়েকটি ঘরোয়া উপায়। তৈলাক্ত ত্বকে ঘরোয়া ক্লিনজার কতটা উপকারী আপনি জানেন? কী কী ক্লিনজার আপনি তৈলাক্ত ত্বকে ব্যবহার করতে পারেন?

ত্বক তৈলাক্ত হওয়ার কারণ কী?





গোলাপ জলের ক্লিনজার  – গোলাপ জল ত্বকের জন্য সব সময়ই খুবই ভাল। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তবে গোলাপ জল ব্যবহারের আগে দুবার ভাবার প্রয়োজন নেই। অ্যাকনের সমস্যা থাকলেও তা সহজেই সমাধান হবে। আপনার ত্বকের পিএইচ ভারসাম্য রাখে। একটি কটন প্যাড গোলাপ জলে ভিজিয়ে নিয়ে সারা মুখে ভাল ভাবে লাগিয়ে নিন। তারপর আপনি মুখ ধুয়েও ফেলতে পারেন। আর না হলে গোলাপ জল মুখে রাখতেও পারেন। তবে ঘুমাতে যাওয়ার আগে মুখে লাগিয়ে নিলে বেশি ভাল হয়।



আপেল সাইডার ভিনিগার ক্লিনজার – আপেল সাইডার ভিনিগার আপনার ত্বকের পি এইচ ভারসাম্য ঠিক রাখে। এতে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড থাকে। যা আপনার ত্বক এক্সফোলিয়েট করে। আপনার ত্বক থেকে মৃত কোষ সরিয়ে আপনার ত্বককে করে তোলে জেল্লাদার। আপেল সাইডার ভিনিগার কখনও মুখে সরাসরি লাগাবেন না। তিন টেবিল চামচ জলে এক টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার লাগিয়ে নিন । একটি কটন বল তাতে ডুবিয়ে নিয়ে সারা মুখে ভাল ভাবে লাগিয়ে নিন। তিন মিনিট ওভাবেই রাখুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।