আসামে জঙ্গিরা ট্রাকে আগুন দিয়ে ৫ চালককে গুলি করে, পুড়িয়ে হত্যা করল

author-image
New Update
আসামে জঙ্গিরা ট্রাকে আগুন দিয়ে ৫ চালককে গুলি করে, পুড়িয়ে হত্যা করল

নিজস্ব প্রতিনিধি: আসামের ডিমা হাসাও জেলায় ৫টি ট্রাক থামিয়ে তোলা আদায়ের চেষ্টা। তোলা না দেওয়ায় ২ চালককে গুলি করে, আর ৩ চালককে ট্রাকের মধ্যেই পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গিদের কাজ বলে সন্দেহ করা হচ্ছে।