সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: দলছুট হাতির হানায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডামডিম এলাকায়। জঙ্গল থেকে বেরিয়ে দলছুট একটি হাতি ঢুকে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতিটি বনাঞ্চল থেকে বেরিয়ে চেল নদী পেরিয়ে এলাকার এক ধানের জমিতে ঢুকে পড়ে। ভোরেই বাসিন্দারা হাতি দেখে চিৎকার শুরু করে। প্রায় এক ঘণ্টা হাতিটি এলাকায় ছিল। পরে হাতিটি ফের চেল নদী পেরিয়ে বনে ঢুকে যায়।
গরুমারা বন্যপ্রাণ বিভাগ সূত্রের জানা গিয়েছে, ভুট্টাবাড়ি এলাকায় অন্য একটি হাতির দলের উপর নজর রেখেছিল বনকর্মীরা। ওখানে নিউ স্টেশন এলাকার কাছাকাছি ৫০ থেকে ৬০টি হাতির বড় দল ছিল। সম্ভবত ওই হাতির দল থেকেই একটি হাতি দলছুট হয়েছে।