'দেশ কে মেন্টরস' প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু সুদ

author-image
Harmeet
New Update
'দেশ কে মেন্টরস' প্রোগ্রামের ব্র্যান্ড  অ্যাম্বাসেডর সোনু সুদ

নিজস্ব সংবাদদাতাঃ সোনু সুদ অরবিন্দ কেজরিওয়াল সরকারের #DeshKeMentor প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন।এক  সাংবাদিক বৈঠকে অভিনেতা বলেন, "আজ আমাকে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে পরামর্শ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পথ দেখানোর চেয়ে বড় পরিষেবা আর কিছু নেই।''