ভয়াবহ অবস্থায় কাবুলবাসি

author-image
Harmeet
New Update
ভয়াবহ অবস্থায় কাবুলবাসি

নিজস্ব সংবাদদাতাঃ গত কাল রাতেই পরপর দুটো বিস্ফোরণ ঘটে কাবুলে। তার পর থেকেই ভীত কাবুলবাসি আরও ভয়ে দিন কাটাচ্ছে। মৃতের পরিজনেরা হাহাকার করছে। কাবুল বিমানবন্দরের সামনে চলছে কান্নার রোল! দেশ ছেড়েও পালাতে পারেনি বহু মানুষ। এদিকে আবার প্রিয়জনদের হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন তারা। গোটা বিশ্ব প্রার্থনা করছে আফগানিস্তানের জন্য।