জলপাইগুড়িতে 'আজাদী কি অমৃত মহোৎসব'

author-image
New Update
জলপাইগুড়িতে 'আজাদী কি অমৃত মহোৎসব'

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে পালিত হল 'আজাদী কি অমৃত মহোৎসব' কর্মসূচি। রাজগঞ্জের ব্লকের বিন্নাগুড়ি বানাভাষা গ্রামে এই কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় সরকার ঘোষণা অনুযায়ী ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা বছর ধরে চলবে এই কর্মসূচি। উদ্যোক্তাদের মধ্যে দীপক চক্রবর্তী বলেন, রাজগঞ্জের ব্লকের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তেও এই কর্মসূচি পালন করা হবে।