সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: এক ব্যাক্তির গলা কাটা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দাড়াভিটের সোনামুখিতে। মৃত ব্যাক্তির নাম বিশ্বনাথ সিংহ। মৃত ব্যাক্তির পরিবার সূত্রের খবর এক চায়ের দোকানে কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো কাজ করে বাজারে বাজার করতে গেলে আর ফিরে আসেননি। এরপর খোঁজ শুরু করলেও রাতে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা মৃতদেহ দেখতে পায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।