নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : বৃহস্পতিবার কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার ১ নং ব্লকের গোসানীমারি ১ ব্লকের গোসানীমারি উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকারের ফর্ম ফিলাপ করার জন্য টাকা নেওয়ার অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার সকাল থেকেই দুয়ারে সরকারের বিভিন্ন ফর্ম ফিলাপের জন্য চলছিল দীর্ঘ লাইন। দূরদূরান্ত থেকে মানুষ এসেছিল লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম তুলে তা জমা দেওয়ার জন্য। ফর্ম ফিলাপ করতে আসা মহিলাদের অভিযোগ বিভিন্ন ফর্ম ফিলাপ করার জন্য টাকা নিচ্ছে কর্তবরত কিছু যুবক। ফর্ম ফিলাপ করার জন্য টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন গোসানীমারি ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় দেব শর্মা।
তিনি বলেন, 'আমারা প্রশাসনকে জানিয়েছি অবিলম্বে ঐ যুবকদের সরিয়ে চেষ্টা করছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বসানোর।' সমস্ত ঘটনা পুলিশ প্রশাসনের সামনে ঘটলেও নির্বিকার প্রশাসন। বিরোধীরা দুয়ারে সরকার নিয়ে যে দুর্নীতির অভিযোগ করেছিল তা আরো একবার প্রমানিত আজকের এই ঘটনায়। এই ঘটনায় কটাক্ষ করে বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত বলেন, 'তৃণমূল আর কাটমানি সরকার দুটো একই। কাটমানি ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারবে না তার কারণ উপর তলা থেকে নিচ পর্যন্ত সকলেই কাটমানি নিয়ে রাজনীতি করছেন। দুয়ারে সরকার প্রকল্পে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে নেতৃত্ব দেওয়া হয়েছে, তার পরেও কিভাবে এ ধরনের ঘটনা ঘটে তা সত্যি অবাক করার মতো।' পাশাপাশি তিনি বলেন প্রশাসন ও পুলিশের লোকেরা থাকার পরেও তাদের সামনে কিভাবে ফর্ম ফিলাপ করার জন্য গরিব মানুষদের লুট করা হচ্ছে তার উত্তর নেই এই কাটমানি সরকারের কাছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।