৩০০ বোতল কাফ সিরাপ-সহ গ্রেফতার ৩

author-image
New Update
৩০০ বোতল কাফ সিরাপ-সহ গ্রেফতার ৩

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ারের বীরপাড়া থানার পুলিশ ৩০০ বোতল কাফ সিরাপ উদ্ধার করলো। এই ঘটনায় ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  বীরপাড়ায় রমরমিয়ে চলছে মাদকের এই কারবার। মদ তো বটেই, বীরপাড়ার উঠতি বয়সের ছেলেদের একটা বড় অংশ এমনকি স্কুল পড়ুয়াদেরও অনেকে আসক্ত হয়ে পড়েছে গাঁজা, নিষিদ্ধ সিরাপ, সিডেটিভ ট্যাবলেটে। এলাকায় মিলছে ব্রাউন সুগারও। নেশায় আচ্ছন্ন অবস্থায় বীরপাড়ার রাস্তাঘাটে পড়ে থাকতেও দেখা যাচ্ছে কিশোরদের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাদকাসক্তরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তা সত্বেও  পুলিশ প্রশাসনের তেমন কোনও ভূমিকা নেই বলে অভিযোগ। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বীরপাড়া চৌপথিতে প্রায় ৩০০ বোতল কাফ সিরাপ সহ ৩ জন পাচারকারিকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত মোটরবাইকটিও।

বুধবার বীরপাড়ার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গিয়েছে, সুভাষপল্লী, কলেজপাড়া, বিরবিটি এলাকাগুলিতে বেআইনিভাবে মদ বিক্রির কারবার রমরমিয়ে চলছে। মোতিমিল এলাকায় মাদক বিক্রির একটি ঘাঁটি রয়েছে। বীরপাড়ার পুরোনো বাসস্ট্যান্ড চত্বরের কাছে একটি দোকানে মেলে কাফ সিরাপ ও সিডেটিভ ট্যাবলেট, অভিযোগ স্থানীয়দের। স্বাভাবিকভাবেই, বীরপাড়ায় দুষ্কৃতীর দৌরাত্ম্য বন্ধ করতে এই অভিযানে নামে পুলিশ। বীরপাড়া থানা সূত্রের খবর  এলাকায় দুষ্কৃতীদের ধরপাকড় ছাড়াও মাদকের কারবার রুখতে অভিযান চলছে। কয়েকদিন আগেই ১০ হাজারেরও বেশি বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১ জনকে। বুধবার ৩ জনকে গ্রেফতার  করা হয়েছে।