নিজস্ব সংবাদদাতাঃ বুধবার হটাৎই রাশিয়ার প্যারামুশির দ্বীপে বিশাল আকৃতির আগ্নেয়গিরির উৎপত্তি হয়। প্রায় ৮৫০০ ফুট উপরে আগ্নেয়গিরিটি উঠে গিয়েছিল। পুরো জায়গাটি অন্ধকারছন্ন হয়ে পড়েছিল। দক্ষিন পূর্ব দিকের প্রায় ১০ কিমি দূরে ছড়িয়ে পড়েছিল।
এই আগ্নেয়গিরি টি গড় আকারের চেয়ে বেশ শক্তিশালী ছিল।