হরিবোল ঘোষ , অন্ডালঃ করোনা কালে করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে সর্বক্ষণ তাদের সেবা করার জন্য খ্যাত হয়ে উঠেছে অন্ডালের স্বেচ্ছাসেবী সংগঠন অ্যামিস । এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সর্বদাই তৎপর খনি অঞ্চলের করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য । একেবারে রোগীকে ডাক্তার দেখানো থেকে শুরু করে রোগীর পরিবারের খাওয়া দাওয়া, চিকিৎসা সমস্ত ব্যবস্থাই করে এসেছে এই সংস্থা । এমনকি করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাহ করার সমস্যা হলেও এই সংস্থার লোকেরা সেই ব্যক্তির মৃতদেহ সৎকারের কাজও করে আসছে নির্ভীকভাবে। অন্ডালের স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামিস সংগঠনের সদস্যরা আজ অন্ডাল থেকে সুন্দরবনের গোসাবার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা দিলেন।
বিগত কয়েক দিন আগেই প্রাকৃতিক দুর্যোগ ইয়াস ঘূর্ণিঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর । এই ঘূর্ণিঝড়ের ফলে সুন্দরবন এলাকার বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন । এখনো জলের তলায় প্রচুর গ্রাম । ফলে ঘরবাড়ি হারিয়ে মানুষগুলো আজ অসহায় । যদিও রাজ্য সরকার ওই মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন , আজ এই অ্যামিস সদস্যরাও ত্রান নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছেন সেখানে ।
এখান থেকে ওই এলাকার অসহায় মানুষদের জন্য নিয়ে যাওয়া হলো ড্রাই ফুড ,হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, মোমবাতি, দেশলাই ও নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুই। এর সাথে সাথে ওই এলাকার বাচ্চাদের জন্য নতুন জামাকাপড়, মহিলাদের জন্য শাড়িও নিয়ে যাওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানা যায়। সুন্দরবন এলাকার প্রায় পাঁচশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই ত্রাণ বলে জানান অ্যামিস গ্রুপের সদস্যরা।
আজ সকাল দশ টায় বাসটি সুন্দরবনের উদ্দেশে শুভ যাত্রা শুরু করে ।
আরও খবরঃ http://anmnews.in/?p=217292 / http://anmnews.in/?p=217307
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm