দেবী দুর্গার বাহন সিংহ। দুর্গা পুজোয় সিংহকেও বিশেষ ভাবে পুজো করা হয়। পুরাণ মতে সিংহের শরীরে মহাদেব, বিষ্ণু, মা দুর্গা প্রমুখ দেবদেবী বাস করেন। দেবী পুরাণের ধ্যান মন্ত্রে এই ব্যাখ্যা করা হয়েছে। দেবী পুরাণের ওপর একটি ধ্যান মন্ত্রে বলা হয়েছে সিংহ বিষ্ণুর অন্য এক রূপ। কালীবাস তন্ত্র মতেও একই কথা বলা হয়েছে।
শিব পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য মা দুর্গাকে সিংহ দিয়েছিল ব্রহ্মা। কালিকা পুরাণ অনুসারেও বলা হয়েছে বিষ্ণুরই একটি রূপ সিংহ। মার্কণ্ডেয় পুরাণ মতে, মা দুর্গাকে সিংহ দিয়েছিল হিমালয়। পদ্মপুরাণ অনুসারে দুর্গার ক্রোধ থেকে জন্ম হয় সিংহের।