ধীর গতিতে হচ্ছে জলাশয় সংস্কারের কাজ

author-image
Harmeet
New Update
ধীর গতিতে হচ্ছে জলাশয় সংস্কারের কাজ


সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ
মন্থর গতিতে হচ্ছে আলিপুরদুয়ারের জলাশয় সংস্কারের কাজ। প্রতিবছরই বর্ষার মরশুমে আলিপুরদুয়ারের বিভিন্ন জলাশয়ে মশা বাহিত ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগ ছড়ায়। দীর্ঘ ৫ বছর ধরে জলাশয় গুলোতে নোংরা আবর্জনা জমে স্তুপের আকার নিয়েছে।পৌরসভা থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এতদিন ধরে।স্বাভাবিক ভাবেই এই জলাশয় গুলোতে মশার প্রকোপ বাড়ছে। নব নিযুক্ত প্রশাসক মন্ডলির চেয়ারম্যান প্রসেনজিৎ কর আসার পর দীর্ঘ পাঁচ বছর পর শহরের বিভিন্ন জলাশয় গুলো সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা।আলিপুরদুয়ারের ৮ নং ওয়ার্ডের পাশাপাশি অন্যান্য ওয়ার্ড গুলোর জলাশয় গুলো সংস্কার করা হবে। উদ্যোগ গ্রহণ করলেও সংস্কারের কাজ খুবই ধীর গতিতে হচ্ছে। ২ দিনে ধরে কাজ শুরু হলেও অথচ খুবই অল্প মাত্রায় সংস্কারের কাজ হয়েছে। যদিও পৌরসভা কাজ ধীর গতিতে হচ্ছে তা মানতে নারাজ।