করোনা পরীক্ষার গতি আনতে আধুনিক মেশিন কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে

author-image
Harmeet
New Update
করোনা পরীক্ষার গতি আনতে আধুনিক মেশিন কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে

দেবাশিষ বিশ্বাস, কোচবিহারঃ  বুধবার সকালে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অত্যাধুনিক মেশিনপত্র দিয়ে ল্যাবরেটরির উদ্বোধন হল। আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সের তিনটি মেশিন নিয়ে আসা হয়েছে। করোনা, ক্যানসার ও টিউমার সম্পর্কিত নানা পরীক্ষা সেখানে করা যাবে বলে জানান মেডিকেল কলেজ হাসপাতালএর ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদ। 


যে পরীক্ষাগুলি এতদিন সেখানে করা হত না সেই আধুনিক মানের পরীক্ষা গুলি এখন থেকে এখানেই হবে। এর ফলে একদিকে যেমন জটিল রোগে আক্রান্তদের চিকিৎসার সুবিধা হবে তেমনই অন্যত্র রেফারের প্রবণতা কমবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। ডাক্তার রাজীব প্রসাদ আরো জানান, তিনটি মেশিনের জন্য প্রায় এক কোটি টাকা হয়েছে। অত্যাধুনিক মেশিন হওয়ায় কম সময়ে বেশি সংখ্যক পরীক্ষা করা সম্ভব হবে। এর ফলে চিকিৎসাব্যবস্থার গতি আসবে।