নিজস্ব সংবাদদাতাঃ হিন্দু পুরাণের ভয়ানক অপদেবতাদের মধ্যে মহিষাসুর অন্যতম। হিন্দু পুরাণ মতে রম্ভ নামের এক অসুর ভগবান শিবের আরাধনা করে তাকে তুষ্ট করে। তারপর মহাদেবের থেকে সে ত্রিলোকবিজয়ী পুত্রের প্রার্থনা করে। তার প্রার্থনায় তাকে সেই বরই দেন মহাদেব।
বরপ্রাপ্ত হয়ে অসুরলোকে ফেরার পথে এক মহিষী অপ্সরার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয় রম্ভ এবং তাকে বিয়ে করেন। তবে বিবাহের পর পুনরায় মিলনের সময় মহিষীর পিতা রম্ভকে বধ করে। এরফলে রম্ভের সঙ্গে সহমরণে চিতায় যেতে হয় মহিষীকেও। চিতায় অগ্নি সংযোগ করা হলে চিৎকার করে ওঠে মহিষী অপ্সরা। তার থেকে জন্ম হয় অর্ধ মহিষ ও অর্ধ মানব রূপী মহিষাসুরের।