নিজস্ব সংবাদদাতাঃ ১৯৩০ সাল থেকে শুরু হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর পথ চলা। তবে এই পথ চলার ওপর এসেছে নানা ঝড়ঝাপটা।
একসময় অল ইণ্ডিয়া রেডিও থেকে বাদ পড়তে বসে তার মহিষাসুর মর্দিনী। ১৯৭৬ সালে তার স্থানে মহালয়ার ভোরে শোনা যায় মহানায়ক উত্তম কুমারের ‘দুর্গা দুর্গতিহারিনী’। প্রথমদিকে তার অজান্তেই চলেছিল সমস্ত কথাবার্তা।
পরে জানতে পেরেছিলেন তিনি। এতে বেশ আঘাত পেয়েছিলেন তিনি। তবে মহা নায়কের মহালয়া বাঙালি শ্রোতারা প্রত্যাখ্যান করে। এবং সব দুর্যোগ কাটিয়ে আজও বাঙালীর সেরা উৎসব শুরু হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর হাত ধরে।