বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, মাতুলালয় থেকে মহিষাসুর মর্দিনী

author-image
Harmeet
New Update
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, মাতুলালয় থেকে মহিষাসুর মর্দিনী

নিজস্ব সংবাদদাতাঃ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার মহিষাসুর মর্দিনী ছাড়া বাঙালীর দুর্গা পুজো অসম্পূর্ণ থেকে যায়। তিনি জন্মগ্রহন করেন, ১৯০৫ সালের ৪ ঠা আগস্ট কলকাতার মাতুলালয়ে। তার পিতা ছিলেন রায়বাহাদূর কালীকৃষ্ণ ভদ্র এবং তার মা ছিলেন সরলাবালা দেবী।

A Short history of Birendra Krishna Bhadra's Mahisasura Mardini in All  India Radio Kolkata - Anandabazar

 তিনি ১৯২৬ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ১৯২৮ সালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। কর্মসূত্রের প্রথম জীবনে তিনি একাধিক ধ্রুপদি নাটক বেতারে নাট্যরূপ দেন। 

Birendra Krishna Bhadra Biography, Age, Height, Weight, Family, Caste,  Career, Movies, Relation, Wiki & More

পরবর্তীতে ১৯৩০ সালে তিনি অল ইন্ডিয়া রেডিওতে যোগ দেন। সেখান থেকেই তার মহিষাসুর মর্দিনীর যাত্রা শুরু।