নিজস্ব সংবাদদাতাঃ
গত সপ্তাহে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নিলে মার্কিন সামরিক উড়োজাহাজে নাটকীয়ভাবে বাকি যাত্রীদের সঙ্গে আফগানিস্তান ত্যাগ করেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (ডিএবি) গভর্নর আজমল আহমেদি। কাবুল থেকে পালানোর পর আহমেদি বর্তমানে অজ্ঞাত স্থানে বসবাস করছেন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আফগান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সাবেক এই গভর্নর। তিনি জানান , কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার অর্থনৈতিক প্রভাব তিনভাবে টের পাওয়া যাবে। সেই সঙ্গে মানবিক সংকটেরও আশঙ্কা রয়েছে।