করোনা যুদ্ধে গরীব দেশগুলিকে সাহায্য করবে ভারত

author-image
Harmeet
New Update
করোনা যুদ্ধে গরীব দেশগুলিকে সাহায্য করবে ভারত

​নিজস্ব সংবাদদাতাঃ 

জোরকদমে চলছে দেশের টিকাকরণ কর্মসূচী (COVID-19 Vaccination)। এখনও অবধি সাড়ে পাঁচ কোটিরও বেশি করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এ বার বিদেশেও করোনা টিকা রফতানির (Vaccine Export) পরিকল্পনা করছে কেন্দ্র।

কেন্দ্রের বিশেষজ্ঞ প্য়ানেলের সূত্রে জানা গিয়েছে, আগামী বছর থেকেই করোনা টিফা রফতানি শুরু করতে পারে সরকার। জাতীয় কারিগরি পরামর্শদাতা গোষ্ঠীর অধ্যক্ষ এনকে অরোরা মঙ্গলবার একটি সাক্ষাৎকারে বলে, “প্রায় ৬০টি দেশ করোনা টিকা পাচ্ছেই না।  আগামী ২০২২ সাল থেকে ভারত টিকা রফতানি করে কিছুটা সাহায্য করতে পারে। দেশের প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেলেই আমরা গোটা বিশ্বের সঙ্গে উৎপাদিত করোনা টিকা ভাগ করে নিতে পারব।”