চাঁদে অবতরনের পক্ষে আশাবাদী নাসা অধিকর্তা

author-image
Harmeet
New Update
চাঁদে অবতরনের পক্ষে আশাবাদী নাসা অধিকর্তা

​নিজস্ব সংবাদদাতাঃ নাসার প্রশাসক বিল নেলসন আজ ৩৬তম বার্ষিক মহাকাশ সিম্পোজিয়ামে বলেন, সাম্প্রতিক বাধা সত্ত্বেও নাসার চাঁদে অবতরণের লক্ষ্য থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

সম্প্রতি শুরু হয়েছে , নাসার আর্টেমিস প্রোগ্রাম। যার লক্ষ্য ২০২৪ সালের মধ্যে মানুষকে চাঁদের পৃষ্ঠে আনা। এছাড়া তার চাঁদের ল্যান্ডার এবং স্পেসস্যুটগুলির সাথে অতিরিক্ত বিলম্ব এবং চ্যালেঞ্জের সাথে নিজেদের আরও পরিচিত করা। তবে নতুন এবং অব্যাহত বাধা সত্ত্বেও নেলসন পূর্ণ সহযোগিতায় চাঁদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে আজ স্পেস সিম্পোজিয়ামে তিনি বলেন।