এসপি অফিসেই দুষ্কৃতীদের হামলার শিকার মহিলা পুলিশ আধিকারিক

author-image
New Update
এসপি অফিসেই দুষ্কৃতীদের হামলার শিকার মহিলা পুলিশ আধিকারিক

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ এসপি অফিসেই দুষ্কৃতীদের হামলার শিকার মহিলা পুলিশ আধিকারিক।প্রকাশ্যে দিবালোকে খোদ জেলা পুলিশ সুপারের দপ্তরেই সাইবার মামলায় অভিযুক্ত পাঁচ দুষ্কৃতী অতর্কিতে হামলা চালালো এক মহিলা পুলিশ আধিকারিকের উপর।এই ঘটনার জেরে জেলা পুলিশ সুপারের দপ্তরের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই  প্রশ্ন উঠতে শুরু করেছে।মুখে কুলুপ পুলিশ প্রশাসনের।এই ঘটনার জেরে জেলা পুলিশ সুপারের দফতরের কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক  ছড়িয়ে পড়ে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে নিজের চেয়ার ছেড়ে পালিয়ে বাঁচেন মহিলা পুলিশ আধিকারিক। অতর্কিতে চার দুষ্কৃতীর হামলায় ভয়ে রীতিমতো কাঁপতে থাকেন ওই মহিলা পুলিশ আধিকারিক।ওই পুলিশ আধিকারিকের আর্তচিৎকারে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দপ্তরের অন্যান্য পুলিশ কর্মী ও আধিকারিকরা। ঘটনাস্থলেই চার অভিযুক্তকে ধরে ফেলেন জেলা পুলিশ সুপারের দপ্তরের অন্যান্য পুলিশ কর্মীরা।যদিও পুলিশের হাত ফসকে এক দুষ্কৃতী জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে পালিয়ে যায়।এর পরেই চার অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে পুলিশ কর্মীরা।পুলিশের মারে অভিযুক্ত অসুস্থ হয়ে গেলে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় জেলা পুলিশ কর্মীরা।এরপর ওই মহিলা পুলিশ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে চার দুষ্কৃতীকে গ্রেফতার  করে জেলা পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত পাঁচজন মিলে আমার অফিসে  আমাকে আক্রমন করে। আচমকাই আমাকে মারধার শুরু করে।এরপর দুই জন আমার গায়ে হাত দেয়। এবং আমার কলার টেনে ধরে আমাকে মাটিতে ফেলে দেয়।আমি কোন মতে দুষ্কৃতীদের হাত থেকে বেঁচে পালিয়ে যাই। জেলা পুলিশ সুপার দপ্তরের সাইবার ক্রাইম থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান, আলিপুরদুয়ার জেলার একটি মেয়ে আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে ফেসবুকে তার নামে ফেক আইডি বানিয়ে তার বিরুদ্ধে নোংরা, অশালীন লেখা পোষ্ট করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি।এবং তদন্ত শুরু  করতেই ফেসবুক থেকে একটি ফোন নম্বর আমাদের দেওয়া হয়। সেই নম্বরের ভিত্তিতে সেই ফোনের নম্বরের মালিককে থানায় ডাকা হয়।আজ সেই যুবক  তার চার বন্ধুকে নিয়ে থানায় আসে।এরপর  আচমকাই আমাদের মহিলা পুলিশ আধিকারিকের উপর আক্রমণ করে। সেই সময়  মহিলা আধিকারিককে মারধর করে।পাশাপাশি মহিলা  পুলিশ আধিকারিকের গায়ে হাত দেয়।

জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানিয়েছেন একটি ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।