মূর্তিতে যাওয়ার রাজ্য সড়কে ফেলা হচ্ছে আবর্জনা!

author-image
New Update
মূর্তিতে যাওয়ার রাজ্য সড়কে ফেলা হচ্ছে আবর্জনা!

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  জলপাইগুড়ির মেটেলির রাজ্য সড়কে ফেলা হচ্ছে আবর্জনা। স্বাভাবিক ভাবেই একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে তেমনি যাতায়াতের সমস্যা হচ্ছে পর্যটক সহ জনগণের। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের পর্যটন দপ্তরের বাতাবাড়ি টুরিস্ট কমপ্লেক্স সংলগ্ন মূর্তিতে যাওয়ার রাজ্য সড়কের উপর।

জানা গিয়েছে,  দিন দুয়েক আগে কয়েকজন ট্র্যাক্টরে আবর্জনা বোঝাই করে ওই এলাকায় সড়কের ওপর ফেলে যায়। ওই রাস্তা দিয়ে রোজ বহু পর্যটকদের গাড়ি মূর্তি যায়। যায় স্থানীয় জনগণও। সড়কের ওপরে আবর্জনা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এক পর্যটকও।  পর্যটকদের একাংশ জানিয়েছেনবিষয়টি অত্যন্ত নিন্দনীয়। মূর্তি যাওয়ার এটাই প্রধান রাস্তা। এভাবে রাস্তার ওপরে আবর্জনা পড়ে থাকলে পর্যটকরা মূর্তি যেতে অনীহা দেখাবেন। বিষয়টি প্রশাসনকে গুরুত্ব সহকারে দেখা উচিৎ। দিনদুপুরে কী করে কেউ গুরুত্বপূর্ণ সড়কের ওপরে আবর্জনা ফেলে চলে গেল, তা নিয়েও প্রশ্ন উঠছে। যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ. দাবি বাসিন্দাদের।