অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে আক্রান্ত ব্যবসায়ী

author-image
New Update
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে আক্রান্ত ব্যবসায়ী

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:  অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। আলিপুরদুয়ারের বীরপাড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা সঞ্জয় জৈন প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে ঘর থেকে বেরোতেই কালো পোশাক পরা ও কালো কাপড়ে মুখ ঢাকা এক দুষ্কৃতী পাথর দিয়ে তাঁর ওপর হামলা চালায়। সঞ্জয়বাবুর একটি কানে আঘাত লেগেছে। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। সঞ্জয়বাবুর বাড়ির সিসিটিভি ক্যামেরায় হামলার ছবিও ধরা পড়েছে। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।সঞ্জয়বাবু জানান, হামলাকারীর বয়স আনুমানিক ২০ বছর। তাঁর আচরণ দেখে মাদকাসক্ত বলে মনে হয়েছে। অন্যদিকে বীরপাড়া থানার পুলিশ ওই যুবককে এখনও পর্যন্ত শনাক্ত করতে পারলেও তাকে দুষ্কৃতী বলে মানতে নারাজ। বীরপাড়া থানার পুলিশের প্রাথমিকভাবে অনুমান. ওই পথে চলাচল করতে গিয়ে সঞ্জয় জৈনের পোষা কুকুরগুলি ওই যুবকের দিকে তেড়ে গিয়েছিল। হয়তো সেকারণে সে উত্তেজিত হয়ে সঞ্জয়বাবুর ওপর হামলা চালিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।