ট্যাটুতেই ভ্যাকসিনের সার্টিফিকেট

author-image
Harmeet
New Update
ট্যাটুতেই ভ্যাকসিনের সার্টিফিকেট

​নিজস্ব সংবাদদাতাঃ  সারা পৃথিবী জুড়ে এখন চলছে করোনা ভাইরাসের দাপট। সেই দাপটের হাত থেকে বাঁচতে বিশ্বের বেশির ভাগ দেশেই শুরু হয়েছে গেছে টিকাকরণ। আর ভ্যাকসিন নেওয়ার পর তা হোয়াটস অ্যাপে আপলোড করা যেন আরও একটি অত্যাবশ্যক একটি কাজ হয়ে দাঁড়িয়েছে যুব সম্প্রদায়ের কাছে। তবে ভ্যাকসিনের এই সার্টিফিকেটই হচ্ছে যেকোনও জায়গায় প্রবেশের ছাড়পত্র। তাই নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ভ্যাকসিনের সার্টিফিকেট। কিন্তু আপনি এই সার্টিফিকেটকে কীভাবে সঙ্গে রাখেন? ফোনে অথবা ব্যাগে। কোনওদিন ট্যাটু হিসাবে রেখেছেন সার্টিফিকেট? হ্যাঁ, আপনি ঠিকই পড়লেন। ভ্যাকসিনের সার্টিফিকেটকে সঙ্গে রাখতে একেবারে ট্যাটুই বানিয়ে নিয়েছেন একজন যুবক। সেই ট্যাটুই স্ক্যান করে প্রবেশাধিকার মিলছে সব জায়গায়। গাব্রিয়েল পেলারোন নামক ট্যাটু আর্টিসের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে কীভাবে কিউআর কোড ট্যাটু দিয়ে প্রবেশাধিকার মিলছে।