সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ 'দুয়ারে সরকার'-এ খাবারের বিলে আর্থিক তছরূপে এবং দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ার পৌরসভার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী যেখানে খরচ কমিয়ে কাজ করতে বলেছেন সেখানে আলিপুরদুয়ারে পুরসভায় 'দুয়ারে সরকারের' খরচের বিল দেখলে চক্ষু চরকগাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি ভুয়ো বিল জমা দিয়ে লক্ষ লক্ষ টাকা আর্থিক তছরূপ ও দূর্নীতির অভিযোগ উঠেছে। বিলে মিষ্টির দোকান থেকে মিল সাপ্লাইয়ের বিল করা হয়েছে। অথচ মিষ্টির দোকানের মালিক বলছেন, ;হতেই পারে না। আমি মিষ্টির কারবারি মিল সাপ্লাই দেব কিভাবে? ব্ল্যাংক বিল নিয়ে পছন্দমত অর্থ বসিয়ে নেওয়া হয়েছে।' এদিকে অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে পুরপ্রশাসন। এ বিষয়ে প্রশাসক মন্ডলির চেয়ারম্যান প্রসেনজিৎ কর এর বক্তব্য শুনে নিন...