নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ফের একবার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, 'দেশের সবকিছু বিক্রি করে দিয়েছে মোদী সরকার। নিজের বন্ধুদের কাছে দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। ১.৫ লক্ষ কোটি টাকায় রেলের ৪০০ স্টেশন, ১৫০টি ট্রেন বিক্রি করেছে কেন্দ্র। করোনার সময় কোনও সাহায্য করেনি কেন্দ্র। করোনাকালে বহু মানুষ চাকরি হারিয়েছেন। ৮০০০ কিমি ন্যাশনাল পাইপ লাইন, টেলিকমের ২.৮৬ লক্ষ কিমি বিক্রি করে দেওয়া হচ্ছে। ২৯০০০ কোটি টাকার ওয়্যারহাউজিং বিক্রি হয়েছে। ১৬০টি কয়লা খনি, ২১০০০ কোটি টাকায় ২৫টি বিমানবন্দর বিক্রি। ২টি জাতীয় স্টেডিয়াম ১১০০০ কোটি টাকায় বিক্রি করেছে কেন্দ্র। সবকিছু মাত্র ৩ থেকে ৪ জনের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশের ভবিষ্যৎ বিক্রি করা হচ্ছে দেশের ৩-৪ জন শিল্পপতির কাছে।'