নিজস্ব সংবাদদাতাঃ আমফানে ভেঙ্গে পড়েছিল প্রাচীর ছাদ। ঝাপসা হয়ে উঠেছিল বহু পুরনো সিনেমার পর্দাও। তাই সেই সকল কিছু মেরামতের জন্যে হলের কর্নধার বিদিশা বসু বেছে নিয়েছিলেন করোনার দ্বিতীয় ঢেউয়ের লকডাউনের সময়টাকে। আগস্টের চলতি সপ্তাহতেই খুলে গিয়েছে কলকাতার বহু পুরনো এই সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলটি। বিদিশা বসু জানিয়েছেন, সংস্করণের কাজ পুরোপুরি শেষ হলে নতুন ছবিও নিয়ে আসবেন।
তিনি আরও জানান, সিঁড়িতে পাতা হয়েছে উজ্জ্বল লাল গালিচা। নতুন, আরামদায়ক লাল গদি মোড়া আসন বসানো হয়েছে। নতুন উজ্জ্বল স্ক্রিন টাঙানো হয়েছে।