সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: 'দুয়ারে সরকার' কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিতে উপচে পড়া ভিড় শিলিগুড়ির ক্যাম্পগুলিতে। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম পূরণ করা থেকে শুরু করে সমস্ত প্রকল্পের সুবিধা পেতে শিলিগুড়ির বাসিন্দাদের কোনওরকম অসুবিধে যাতে না হয় তা খতিয়ে দেখতে ক্যাম্পে হাজির হলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। 'দুয়ারে সরকার' ক্যাম্পে ফর্ম ফিলাপ করাকে কেন্দ্র করে নানান দুর্নীতির অভিযোগ উঠে আসছিল। ক্যাম্পে যাতে কোন দুর্নীতির অভিযোগ না উঠে আসে সেইজন্যই এই পরিদর্শনে গিয়েছেন তিনি। উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প সমূহের সুবিধাগুলো বাসিন্দাদের দোরগোড়ায় পৌঁছে দিতে শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন স্থানে গত ১৬ই আগস্ট থেকে শুরু হয়েছে 'দুয়ারে সরকার'। যা আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মঙ্গলবার ২৩ নং ওয়ার্ডের সূর্যনগর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন গৌতম দেব।