নিজস্ব সংবাদদাতাঃ কথাতেই আছে স্বাস্থ্যই হল সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগবে না। শারীরিক মিলনের ক্ষেত্রেও তাই। শারীরিক মিলনের পর মহিলা ও পুরুষ দুজনকেই কয়েকটি কাজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেমন ইন্টারকোর্সের পরে দুজনেরই গোপনাঙ্গ ভালো করে ধুয়ে ফেলা উচিত। চিকিৎসকেরা ল্যাকটিক অ্যাসিডযুক্ত ভ্যাজাইনাল ওয়াশ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। যত দ্রুত সম্ভব বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসুন।
নয়তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতো সমস্যায় পড়তে পারেন। মেয়েদের মূত্রনালী পুরুষদের চেয়ে অনেক ছোট। তাই মিলনের সময় ইউরিনারি ইনফেকশনের আশঙ্কা থেকেই যায়। তাই ইন্টারকোর্সের পর ইউরিনেট করলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যাবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শারীরিক মিলনের পরেও জল খাওয়া খুব জরুরি। সেক্সের পর জল খেলে শরীর তরতাজা থাকবে, অন্যদিকে প্রস্রাবের মধ্যে দিয়ে সমস্ত ব্যাকটেরিয়া আর টক্সিনও বেরিয়ে যাবে।