অনাহারে দিন কাটাচ্ছেন শ্রমিকরা, কোলিয়ারীতে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
অনাহারে দিন কাটাচ্ছেন শ্রমিকরা, কোলিয়ারীতে বিক্ষোভ


রাহুল পাসোয়ান, কুলটিঃ
অনাহারে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। তাই বাধ্য হয়ে রামনগর সেল কোলিয়ারীর সামনে বিক্ষোভ প্রদর্শন শ্রমিকদের। প্রায় এক বছর থেকে কাজ বন্ধ থাকায় অনাহারে দিন কাটাচ্ছে প্রায় চারশো জন শ্রমিক। সেলের রামনগর কোলিয়ারীর লায়েকডি ও সালানপুর সাইডিংয়ের জমির মালিকদের সঙ্গে বিবাদের জেরে সমস্যায় পড়েছে প্রায় চারশোর বেশি ঠিকা শ্রমিক। অনশন করে বিভিন্ন আন্দোলন করেও কোনো সুরাহা মেলেনি শ্রমিকদের। তাই বাধ্য হয়ে সমস্ত শ্রমিকরা মিলে পুনরায় বিক্ষোভের পথে নামলেন তারা। মঙ্গলবার সকালে সেলের রামনগর কোলিয়ারীর মুখ্য গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সব শ্রমিকরা। তাদের দাবি, জমির ঝামেলা মিটিয়ে পুনরায় নতুন ঠিকা বার করে তাদের কাজ চালু করা হোক।