নিজেস্ব সংবাদদাতাঃ পুজোয় ভালো কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাঁধ সাজছে পকেট? তাহলে ঘুরে আসতে পারেন খিসমা বন থেকে। নদীয়া জেলায় অবস্থিত এই বনে পাখি ও গাছের মাঝে হারিয়ে যাবে আপনার মন। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খোলা থাকে এই বন। এখানে আসলে আপনার নুন্যতম ২০০ থেকে ২৫০ টাকা খরচ পড়বে মাথা পিছু।
কি কি করতে পারবেন- বনটি ঘুরে দেখতে পারবেন। নানান পাখিদের মাঝে হারিয়ে যেতে পারবেন। নতুন নতুন গাছ পালা দেখতে পারবেন। একদিনের পিকনিকের জন্য সেরা জায়গা এটি।
যাত্রাপথ- এখানে আসতে গেলে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লাইনে ট্রেনে আপনাকে বীরনগর স্টেশনে নামতে হবে। সেক্ষেত্রে আপনার ট্রেনের ভাড়া পরবে ২৫ টাকা। তারপর টোটো ধরে পৌঁছে যেতে পারবেন খিসমা বন। সেইক্ষেত্রে টোটো চালকের সঙ্গে কথা বলে আপনাকে ভাড়া ঠিক করে নিতে হবে। এছাড়াও সড়ক পথেও আপনি আসতে পারেন এই বনে। সেক্ষেত্রে আপনাকে কল্যাণী রাণাঘাট রোড হয়ে বীরনগর আড়ংঘাটা রোড দিয়ে এই জঙ্গলে পৌঁছাতে হবে।