নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করছেন? আপনি কি পাহাড় পছন্দ করেন? শান্ত পাহাড়ের গায়ে নিজেকে মেলে ধরতে চাইছেন? তাহলে আপনি ঘুরে আসতেই পারেন অরুনাচল প্রদেশের তাওয়াং থেকে। এখানকার বিভিন্ন বৌদ্ধ মঠ শান্ত পরিবেশ আপনার মন জয় করে নেবে। এই স্থানের আর একটি গুরুত্ব হল এটি ষষ্ট দলাই লামা সাংগিয়াং গিয়াতসোর জন্মস্থান। এখানে আসলে আপনি অবশ্যই যে যে জায়গা গুলো ভ্রমণ করবেন। সগুলি হল- সেলা পাস
বুমলা পাস
মাধুরী লেক
তাওয়াং বুদ্ধ মঠ
যশবন্ত গড়
নুরানাং জলপ্রপাত
তাওয়াং ওয়ার মেমোরিয়াল
পাঙ্গাতেং তসো লেক
গোরসাম ছোর্টেন
নাগুলা লেক
ঈগল নেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য
গরিচেন পিক
এছাড়াও এখানে আপনি মেডিটেশন করতে পারবেন। এখানে আসলে অবশ্যই আগে থেকে হোটেল বুক করে আসুন। এখানকার বিভিন্ন হোটেলে আপনার পছন্দের খাওয়ার পেয়ে যাবেন। এখানে ৬ রাত ৭ দিনের আপনার মাথাপিছু নুন্যতম খরচ পরবে ১৭ হাজার টাকা। যাত্রাপথ- রেলপথে হাওড়া, শিয়ালদহ বা কলকাতা স্টেশন থেকে গুয়াহাটি হয়ে তেজপুর রেলস্টেশন যেতে হবে। সেখান থেকে তাওয়াং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন আপনারা। এক্ষেত্রে আপনার আড়াই হাজার টাকা খরচ পড়বে। আকাশ পথে আপনাকে কলকাতা থেকে সালোনিবাড়ি বিমান বন্দর হয়ে যেতে হবে তাওয়াং। সেক্ষেত্রে আপনার বিমানের খরচ সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা পড়বে।