অসহায় ৫০ জন শবর সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ালেন শিক্ষক

author-image
Harmeet
New Update
অসহায় ৫০ জন শবর সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ালেন শিক্ষক


নিউজ ডেস্ক, কেশিয়াড়ি: বিগত বছর লকডাউন-এর সময় থেকেই কার্যত রোজগারহীন অবস্থায় থাকতে হয়েছে। আশা ছিল এই বছর হয়তো সুদিন দেখাবে। কিন্তু তাতেও বিধিবাম এত সমস্যা সত্ত্বেও সমাজে পাশে দাঁড়াতে ভোলেননি কেশিয়াড়ির পেশায় গৃহশিক্ষক বরুণ জানা। কেশিয়াড়ি খাজরা গ্রাম পঞ্চায়েতের চন্দনা এলাকার ৫০ জন শবর সম্প্রদায়ের গরীব অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বরুণ বাবু। এই কাজে অবশ্য পাশে পেয়েছিলেন বিঙ্গানী বিধান কুমার ভৌমিকে। 

বরুণবাবুর এই উদ্যোগের কথা শুনে আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন রাজীব চক্রবর্তি, তমাল পাত্র এবং দিলীপ দাস। গৃহশিক্ষক বরুণ জানা বলেন, 'এই দুর্দিনে যথাসম্ভব গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আজ আমরা সাহায্য হিসেবে ভোজ্য তেল, বিস্কুট, আলু পেঁয়াজ সহ অন্যান্য খাদ্য দ্রব্যের সঙ্গে করোনা সচেতনতা তৈরিতে মাস্ক তুলে দিই চন্দনা এলাকার একাধিক শবর পরিবারের মানুষ জনের হাতে।' বরুণ জানার নেতৃত্বে গোটা টিমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ।