নিজস্ব সংবাদদাতাঃ 'দাদু' বলে সম্বোধন করায় ক্ষুব্ধ হলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। নিজের ফেসবুক পোস্টে তাঁর বক্তব্য, "যারা আমাকে 'দাদু' সম্বোধন করে তাদেরকে আমার আশীর্বাদ জানাই। শুধু সেই সব নাতি-নাতনিদের কাছে একটা প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছি না। 'দাদু' মানে তো বাবার বাবা ও মায়ের বাবা দুই-ই হয়। আমি তাদের মধ্যে কাদের বাবার এবং কাদের মায়ের জন্ম দিয়েছিলাম ?" এদিকে তাঁর এহেন মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। নেটিজেনরা বলেছেন, ‘কোনও শব্দ কারও অপছন্দ হতেই পারে। কিন্তু ভাবপ্রকাশ বা আক্রমণের জন্য শব্দ বাছাইয়ের ক্ষেত্রে যত্নশীল হতে পারতেন তথাগত।’