নিজস্ব সংবাদদাতা ঃ ইজরায়েলি যুদ্ধবিমান ফিলিস্তিনি ছিটমহল থেকে উৎক্ষেপিত জ্বলন্ত বেলুনের প্রতিক্রিয়ায় গাজার হামাস সাইটে বোমা বর্ষণ করেছে। যার ফলে দক্ষিণ ইজরায়েলে ব্রাশ ফায়ার হয়েছে, বলে জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সামরিক বাহিনী জানায়, বিমান হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছর মে মাসে মিশরীয় মধ্যস্থতায় ইজরায়েল-হামাসের ১১ দিনের যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গাজার দলগুলো বিক্ষিপ্তভাবে ইজরায়েলে অগ্নিসংযোগকারী উপাদান বোঝাই বেলুন পাঠিয়েছে। যার ফলে হামাসের সুবিধার উপর ইজরায়েলি অভিযান চালানো হয়েছে। ফিলিস্তিনিরা বলছে যে, এই বেলুনগুলির লক্ষ্য হচ্ছে গাজার উপর নিষেধাজ্ঞা শিথিল করতে এবং এই অঞ্চলে পৌঁছানোর জন্য সহায়তার অনুমতি দেওয়ার জন্য ইজরায়েলকে চাপ দেওয়া।