নিজস্ব সংবাদদাতাঃ দেশের বিভিন্ন প্রান্তের আইডিবিআই (IDBI) ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে কোন পদের জন্য় মোট কত কর্মী নিয়োগ করা হবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তা জানতে বিস্তারিত জানতে হবে। পড়ে নিতে হবে সম্পূর্ণ বিজ্ঞপ্তি।
মোট শূন্যপদ : ৯২০ (জেনারেল ৩৭৩, এসসি ১৩৮, এসটি ৬৯, ওবিসি ২৪৮, ইডব্লুএস ৯২, পিডব্লুডি ৩৬)
কোন শূন্যপদ : এগজেকিউটিভ
কোথায় নিয়োগ : পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য।
কোথা থেকে আবেদন : দেশের বিভিন্ন জেলা তথা রাজ্য থেকে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
১) প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ডিগ্রি নিয়ে পাস করা হতে হবে।
২) প্রার্থীর ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
৩) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
৪) প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
৫) ইংরাজি, হিন্দি ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
চাকরির মেয়াদ : সম্ভবত তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমাঃ-
১) জেনারেল - ২০ থেকে ২৫ বছর।
২) ওবিসি - ২০ থেকে ২৮ বছর।
৩) এসসি/এসটি - ২০ থেকে ৩০ বছর।
আবেদনের ফিঃ-
১) জেনারেল - ১০০০ টাকা (অ্যাপ্লিকেশন ফি + ইন্টিমেশন চার্জ)
২) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী - ২০০ টাকা।
৩) ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি জমা দিতে হবে।
বেতনঃ-
১) প্রথম বছরের জন্য প্রতি মাসে ২৯ হাজার টাকা।
২) দ্বিতীয় বছরের জন্য প্রতি মাসে ৩১ হাজার টাকা।
৩) তৃতীয় বছরের জন্য প্রতি মাসে ৩৪ হাজার টাকা।
আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) https://www.idbibank.in/pdf/careers/Executive03082021.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়া যাবে।
৩) https://ibpsonline.ibps.in/idbirecaug21/basic_details.php লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে।
৪) আবেদন জমা দেওয়ার আগে ফি জমা দিতে হবে।
৫) https://www.idbibank.in/ ওয়েবসাইটে ক্লিক করে চাকরি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
গুরুত্বপূর্ণ দিনঃ-
১) আবেদন জমা নেওয়া শুরু - ০৪/০৮/২০২১
২) অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২৮/০৮/২০২১
৩) আবেদনপত্র প্রিন্ট করার শেষ দিন - ০২/০৯/২০২১
৪) অনলাইন পরীক্ষার সম্ভাব্য দিন - ০৫/০৯/২০২১
৫) পরীক্ষার ১০ দিন ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।