New Update
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় সেনায় একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মোট শূন্যপদঃ- ৪০
কোন শূন্যপদঃ- সেনার টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ট্রেনিং দিয়ে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।
কোথায় নিয়োগঃ- পার্মানেন্ট সার্ভিস কমিশনে নিয়োগ করা হবে।
কোথা থেকে আবেদনঃ-
১) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
৩) অবিবাহিত পুরুষরা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ-
১) আবেদনকারীকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে।
২) যাঁরা চূড়ান্ত বর্ষে পড়ছেন তাঁরাও আবেদন করতে পারবেন।
বয়সঃ-
১) বয়সের উর্ধ্বসীমা - ২৭ বছর
২) বয়সের নিম্নসীমা - ২০ বছর
৩) জন্ম তারিখ ২০০২ সালের পয়লা জানুয়ারির মধ্যে হতে হবে।
বেতনঃ-
১) লেফটেন্যান্ট পদে বেতন ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা (পে স্কেল ১০ অনুযায়ী)।
২) ক্যাপ্টেন পদে বেতন ৬১,৩০০ থেকে ১,৯৩,৯০০ টাকা (পে স্কেল ১০বি অনুযায়ী)
৩) মেজর পদে বেতন ৬৯,৪০০ থেকে ২,০৭,২০০ টাকা (পে স্কেল ১১ অনুযায়ী)
ট্রেনিংঃ- দেরাদুনের ভারতীয় মিলিটারি অ্যাকাডেমিতে ট্রেনিং চলবে এক বছর।
আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
৩) আবেদন পূরণের পর প্রাপ্ত রোল নম্বর টুকে রাখতে হবে। সেটি আবেদনপত্র পূরণের পরবর্তী ধাপে কাজে আসবে।
৪) পূরণ করা আবেদপত্রের দুটি প্রিন্ট আউট, প্রয়োজনীয় নথি ও ছবি পরীক্ষা এবং ইন্টারভিউ স্থলে বয়ে আনতে হবে। প্রিন্ট আউটের একটি কপি প্রার্থীকে ফিরিয়ে দেওয়া হবে। পরবর্তী ধাপের জন্য সেটিকেও যত্ন করে রেখে দিতে হবে।
৫) ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর দুপুর তিনটে পর্যন্ত আবেদন করা যাবে।
৬) https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC_134_COURSE.pdf লিঙ্কে ক্লিক করে আরও বিস্তারিত জানা যাবে।
india
indian army
job vacancy
kolkata
west bengal
job vacancy 2021
Jobn alert
Recruitment
job alert 2021