ভারতীয় বায়ুসেনায় শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

author-image
Harmeet
New Update
ভারতীয় বায়ুসেনায় শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

​নিজস্ব সংবাদদাতা ঃ ভারতীয় বায়ুসেনায় শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।



 মোট শূন্যপদ : ১৯৭ (গ্রুপ সি)



কোথায় শূন্যপদ :



১) হেড কোয়াটার্স মেইন্টেনেন্স কমান্ড - ১৫৩



২) হেড কোয়াটার্স ইস্টার্ন জোন - ৩২



৩) হেড কোয়াটার্স সাউথ ওয়েস্টার্ন জোন - ১১



৪) ইন্ডিপেন্ডেন্টস ইউনিট - ১  



কোন কোন শূন্যপদঃ- 



১) সুপারিন্টেন্ডেন্ট



২) এলডিসি



৩) স্টোর কিপার



৪) কুক



৫) পেইন্টার/কার্পেন্টার/কপার স্মিথ/ফিটার/টেইলর/এসি মেকানিক



৬) হিন্দি টাইপিস্ট



চাকরির মেয়াদ : সম্পূর্ণ সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। 



কোথা থেকে আবেদনঃ- 



১) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।



২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।



শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ- 



১) সুপারিন্টেন্ডেন্ট - প্রার্থীকে স্নাতক হতে হবে। স্টোর হ্যান্ডলিং ও অ্যাকাউন্টসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।



২) লোয়ার ডিভিশন ক্লার্ক - প্রার্থীকে উচ্চমাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইংরাজিতে মিনিটে ৩৫ ও হিন্দিতে মিনিটে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।



৩) স্টোর কিপার - প্রার্থীকে উচ্চমাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর হ্যান্ডলিং ও অ্যাকাউন্টসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।



৪) কুক - প্রার্থীকে মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্যাটারিংয়ে সার্টিফিকেট না ডিপ্লোমা থাকা প্রয়োজন।  



৫) পেইন্টার/কার্পেন্টার/কপার স্মিথ/ফিটার/টেইলর/এসি মেকানিক -প্রার্থীকে মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই যোগ্যতা থাকা প্রয়োজন।



৬) হিন্দি টাইপিস্ট - প্রার্থীকে উচ্চমাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইংরাজিতে মিনিটে ৩৫ ও হিন্দিতে মিনিটে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।





বয়সসীমাঃ-



১) ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।



৩) এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড়।



৪) ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৩ বছরের ছাড়।



৫) শারীরিক প্রতিবন্ধীরা বয়সে ১০ বছরের ছাড় পাবেন।



বেতন : সরকারি কাঠামো এবং পদ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।  



প্রার্থী নির্বাচন পদ্ধতিঃ- 



১) লিখিত পরীক্ষা



২) শারীরিক দক্ষতা ও সক্ষমতার পরীক্ষা



৩) প্র্যাকটিক্যাল পরীক্ষা





আবেদনের পদ্ধতিঃ-



১) বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।



২) আবেদনপত্রে নিজের সই করা প্রয়োজনীয় নথি ও ছবি সহ জমা দিতে হবে।



৩) যে এয়ার স্টেশনের জন্য আবেদন করছেন সেই ঠিকানায় আবেদন ফেলতে হবে।



৪) ১০ টাকার স্ট্যাম্প সাঁটিয়ে অর্ডিনারি পোস্টে আবেদন পাঠাতে হবে।



৫) আবেদন পত্রের খামের ওপর নিজের ক্যাটেগরি ও পদের নাম উল্লেখ করতে হবে। 

৬) http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_14_2122b.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নিন। এখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।