নিজস্ব সংবাদদাতা ঃ মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় একাধিক শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মোট শূন্যপদঃ- ২ (দুই জেলায় এক জন করে নিয়োগ)।
কোন শূন্যপদঃ- এডুকেশন সুপারভাইজার (Education Supervisor)
চাকরির মেয়াদঃ- চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
কাজের এলাকাঃ-
১) বহরমপুর সাব ডিভিশন
২) ব্যারাকপুর সাব ডিভিশন
কোথা থেকে আবেদনঃ-
১) মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
৩) বাংলা ও ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ-
১) ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২) ও লেভেল সার্টিফিকেট সহ কম্পিউটার জ্ঞান।
৩) আবেদনকারীকে সংখ্যালঘু সম্প্রদায়ভূক্ত (মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সহ অন্যান্য) হতে হবে।
বয়সসীমাঃ-
১) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর
২) বয়সের নিম্নসীমা - ২০ বছর
৩) বয়সে ছাড় দেওয়ার কোনও সংস্থান নেই।
আবেদনের ফিঃ- এ ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।
বেতনঃ- এ ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।
প্রার্থী নির্বাচন পদ্ধতিঃ- ওয়াক ইন ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ দিনঃ-
১) ইন্টারভিউয়ের দিন - ২৬/০৮/২০২১
২) সকাল ১১টা থেকে শুরু হবে প্রক্রিয়া।
কোথায় যেতে হবেঃ-
১) ইন্টারভিউয়ের স্থান - Office Of The West Bengal Minorities Development and Finance Corporation, AMBER, DD-27/E, Sector-1, Salt Lake, Kolkata- 700064.
২) বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
৩) সব তথ্য ও প্রমাণাদি সহ পূরণ করা আবেদনপত্র নিয়ে ইন্টারভিউ টেবিলে বসতে হবে।
৪) এই চাকরি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে https://www.wbmdfc.org/upload/recruitment/recruitment%20of%20ES_1628768514.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।
৫) অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbmdfc.org/