নিজস্ব সংবাদদাতাঃ বাড়িতে তো অনেক ফাঁকা জায়গা আছে সেই সুন্দর করে জায়গা গুলো সাজিয়ে নিন গাছ দিয়ে। সুন্দর ও লাগবে আর আপনার ভাগ্য ও ফিরে যাবে।
সেই গাছ গুলি হলঃ মানি প্ল্যান্ট এই লতানো গাছ টি রাখলে আপনার আর্থিক দিক ও বজায় থাকবে আর সুখ ও বজায় থাকবে।
লাকি বাম্বুঃ এটি বাড়ি বা অফিস যে কোন জায়গায় রাখা যেতে পারে। এটি দেখতে ছোট ছোট বাঁশ গাছের মতো। যে কোন দোকানেই কিনতে পাওয়া যায়।
এরিকা পামঃ এই গাছ বাড়িতে রাখলে সুখ আর পজিটিভিটি দুটোই বজায় থাকে। দেখতে খুব ই সুন্দর হয়। বাড়ির যে কোন জায়গায় রাখলে বেশ অন্যরকম সুন্দর দেখতে লাগে।
জেড প্ল্যান্টঃ এটিও সুখ ও শান্তি আর সাথে আর্থিক অভাব ও দূর করে। দেখতেও বেশ ভালো লাগে।