বিপুল শাল কাঠ উদ্ধার করলো বনদপ্তর

author-image
Harmeet
New Update
বিপুল শাল কাঠ উদ্ধার করলো বনদপ্তর

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি : প্রচুর পরিমাণে পাচার করা শাল কাঠ উদ্ধার করলো বনদপ্তর । সোমবার জলপাইগুড়ি জেলার চালসা রেঞ্জের খরিয়ার বন্দর বিটের বনকর্মীরা অভিযান চালিয়ে দুটি শাল কাঠের লগ উদ্ধার করেন। গোয়ালাডাঙ্গা গোবরবস্তি এলাকার কুর্তি নদীর ধারে সেগুলি রাখা ছিল। পাচারের উদ্দেশ্যে কাঠগুলি সেখানে রাখা ছিল বলে মনে করা হচ্ছে। কাঠগুলিকে খরিয়ার বন্দর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। চালসার রেঞ্জ সুত্রে জানাগিয়েছে এই ধরণের অভিযান লাগাতার চলতে থাকবে।