নিজস্ব সংবাদ্দাতাঃ আসুন্তা লেগনান্তে : অলিম্পিক্স এ ২০০৮ সালে ইনি অলিম্পিক্স এ অংশগ্রহণ করেন এবং তারপর ২০১২ সালে এবং ২০১৬ সালে প্যারাঅলিম্পিক্স এ তিনি যোগদান করেন। তারপর তিনি সোনাও জেতেন।
ইলকে ওয়াইলুদ্দা: ইলকে ওয়াইলুদ্দা এনার তিন বারের অলিম্পিক্স এ পা বাদ যাওয়ার পর শেষমেশ ২০১২ সালে প্যারাঅলিম্পিক্স এ যোগদান করেন।
জাহরা নেমাতি : ২০১৬ তে তিনি অলিম্পিক্স এ যোগদান করেন ইরান এর এই তিরন্দাজ। প্যারাঅলিম্পিক্স এ তিনি ২০১২ তে তিনি সোনা জেতেন।
মেলিসা ট্যাপার : মেলিসা ট্যাপার একজন টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন। প্যারাঅলিম্পিক্স এ তিনি ২০১২ সালে তিনি অংশগ্রহণ করেন।
সান্দ্রা পায়োভিচ : সান্দ্রা পায়োভিচ ২০০৮ সালে বেজিং এর অলিম্পিক্স এ অংশগ্রহণ করেন। তারপর রিওপ্যারাঅলিম্পিক্স এ যোগদান করেন।