নিজস্ব সংবাদদাতাঃ লাল গ্রহের বুকে ভাল আছে চিনের মার্স রোভার ঝুরং। মঙ্গলগ্রহে ৯০ দিনের একটি অভিযান সফল ভাবেই শেষ করেছে চিনের এই মার্স রোভার। আর বর্তমান এই ঝুরং রোভার ‘এক্সিলেন্ট কন্ডিশন’- এ আছে বলে জানিয়েছে চিনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। শুক্রবার ২০ অগস্ট নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে একথা ঘোষণা করেছে তারা। প্রাথমিক ভাবে মঙ্গলে বুকে জলের সন্ধান করছিল রোভার ঝুরং। বলা ভাল, ফ্রোজেন ওয়াটার বা জমাটবদ্ধ জল অর্থাৎ বরফের সন্ধানে ছিল চিনের এই মার্স রোভার। তার পাশাপাশি সার্বিক ভাবেও লাল গ্রহের উপর চলছিল নজরদারি, পর্যবেক্ষণ। মূলত মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান করতেই গিয়েছে রোভার ঝুরং। আর কোনও গ্রহে আগে প্রাণের অস্তিত্ব ছিল কি না তা বোঝার জন্য সকলের আগে জলেন সন্ধান পাওয়া প্রয়োজন। সেই জন্যই ফ্রোজেন ওয়াটারের সন্ধান করেছে চিনের মার্স রোভার ঝুরং।