সম্পর্ক সুখের করতে চান, মেনে চলুন এই টিপস

author-image
Harmeet
New Update
সম্পর্ক সুখের করতে চান, মেনে চলুন এই টিপস

​নিজস্ব সংবাদদাতাঃ  বাস্তু বিশেষজ্ঞদের মতে, আয়না খারাপ শক্তিকে আকর্ষণ করে। তাই শোওয়ার ঘরে আয়না রাখলে সেই স্থানে খারাপ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে, কথায়-কথায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি বেঁধে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই আয়না রাখতে হবে ড্রেসিং রুম নয়তো বাথরুমে। আর যদি কোথাও আয়না রাখার জায়গা না পান, তা হলে শোওয়ার ঘরে রাখা ছাড়া কোনও উপায় নেই। সেক্ষেত্রে সারা রাত আয়নাটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।



How to Have a Loving Relationship When You Don't Know How